প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 18, 2025 ইং
কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

বাংলার প্রতিচ্ছবি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোমানা আফরোজ রিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা করেছে এ শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকার নিজ বাড়ি ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।
রিয়া কাশিপুর কলেজ মোড় এলাকার আব্দুল রবের মেয়ে। তিনি গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন রিয়া। তবে পরীক্ষা ভালো হয়নি তার। এ জন্য রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা শেষে বাড়িতে এসে নিজ রুমে ছিলেন তিনি। একপর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রিয়া।
দীর্ঘ সময় ধরে রিয়ার সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকতে যান মা। মেয়ে না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকেন মা। পরে তিনি মেয়ের নিথর দেহ আড়ার সঙ্গে ঝুলছে। মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করেছেন তিনি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি